সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সাত চলচ্চিত্র

২১ নভেম্বর থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে ‘সার্ক চলচ্চিত্র উৎসব’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 04:39 PM
Updated : 21 Nov 2017, 04:39 PM

সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে শুরু হলো সার্ক চলচ্চিত্র উৎসব। সার্কভুক্ত ৮টি দেশ থেকে এতে অংশ নিচ্ছে ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে সাতটি চলচ্চিত্র। যার মধ্যে আছে তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’, সাইফ সুমনের‘বিবেক’, আবু সাইয়ীদের ‘বিশম্ভর বাবুর দায়’ ও ‘জননী’ নামের একটি চলচ্চিত্র।

এ তালিকায় যুক্ত হয়েছে দেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’। জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর গাওয়া গান থেকে নির্মিত ছবিটি এবার দেখানো হবে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, “এটি নিশ্চয়ই আমাদের চলচ্চিত্রের জন্য সুখবর। আমার গান নিয়ে বানানো মিউজিক্যাল ফিল্মটি দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশি দর্শককে বিনোদন দিতে পারছে ভেবে আমার ভালো লাগছে। এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবাইকে আমার কৃতজ্ঞতা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাংলা ঢোল’ ভবিষ্যতেও এমন ছবি তৈরি করবে বলে আশা রাখি।”

শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর জাতীয় চলচ্চিত্র কর্পোরেশনের সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রগুলো।