বাদ পড়লেন জেসিয়া

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ‘ফাইনাল ফোর্টি’ রাউন্ড থেকে বাদ পড়লেন বাংলাদেশের প্রতিনিধি জেসিয়া ইসলাম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:15 PM
Updated : 18 Nov 2017, 01:15 PM

অন্তর শোবিজের ডিরেক্টর (ফাইন্যান্স) শাকিব রহমান বিষয়টি গ্লিটজে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোববার রাত এগারোটায় ঢাকায় ফিরছেন জেসিয়া। এর আগে এ প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে সাফল্য পেয়ে ‘ফাইনাল ফোর্টি’ রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন পুরান ঢাকার তরুণী।

মূল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও শনিবার সন্ধ্যায় চীনের সানাইয়া শহরে আয়োজিত মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেরা সুন্দরীদের মধ্য থেকে সেরা দশ, সেখান থেকে আবার সেরা পাঁচ ও সব শেষে সেরা পাঁচ থেকে নির্বাচন করা হবে এবারের বিশ্বসুন্দরীকে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ভারত, ফিলিপাইন, চীন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, ফ্রান্স, রাশিয়াসহ বেশ কটি দেশের প্রতিযোগিরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৮ নভেম্বর ৬৫তম বিশ্বসুন্দরীকে নির্বাচিত করবেন বিচারকরা। বিচারক হিসেসে থাকবেন জুলিয়া মর্লে, মাইক ডিক্সন, এন্ড্রু মিনারিক, ডনি ডার্বি, আর্নল্ড ভার্জেরিয়া ও মি. ওয়ার্ল্ড রোহিত কেন্দেওয়াল। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস।