‘বেপরোয়া’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অনিয়মের অভিযোগে তুলে জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘বেপরোয়া’র শুটিং এফডিসি থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। বিষয়টি গ্লিটজকে জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 04:08 PM
Updated : 23 Oct 2017, 04:08 PM

ছবিটি পরিচালনা করছেন ভারতীয় পরিচালক রাজা চন্দ। পরিচালকের পাশাপাশি ভারতীয় টেকনিশিয়ানও আছেন সিনেমাতে।

মুশফিকুর রহমান গুলজার অভিযোগ করলেন, “পরিচালক ও টেকনিশিয়ানরা আমাদের দেশে কাজ করছে কিন্তু সরকারি কোনো অনুমতি নেয়নি। সেকারণেই পুলিশ শুটিং বন্ধ করে দিয়েছে।”

তিনি আরো বললেন, “বাইরের কোনো পরিচালক কাজ করলে চলচ্চিত্র পরিচালক সমিতির অনুমতি নিতে হয়। সেটাও তারা করেননি। অন্ততপক্ষে তাদের সরকারি অনুমতি থাকলে পরিচালক সমিতি থেকে অনুমতি দিতে পারতাম। কিন্তু তারা সেটিও করেনি।”

চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুকও তেমনটাই বললেন, “ওরা যদি আমাদের আবেদন করতো তাহলে অবশ্যই সহায়তা করতাম। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখিনি। আমরাও চাই ভিনদেশী আর্টিস্ট আসুক। ছবিও আসুক। কিন্তু তা যেন আইন মেনে হয়-সেটা খেয়াল রাখতে হবে।”

এব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

মাসখানেক শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন রোশান ও ববি।