নতুন গানের খোঁজে দলছুট

প্রায় সাতবছর পর নতুন অ্যালবাম আনছে ডাকসাইটে ব্যান্ডদল ‘দলছুট’। ইতিমধ্যেই দু’টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি আরো পাঁচটি যুৎসই গান খুঁজছে দলটি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:15 PM
Updated : 17 July 2017, 03:15 PM

বছর পাঁচেকের বিরতির পর আপন ডেরায় ফিরেছেন দলছুটের সদস্যরা। ধুলিমাখা গিটার ঝেড়ে কাজ শুরু করেছেন নতুন উদ্যমে। চলতি বছরের শুরুতেই ব্যান্ডদলটি ঘোষণা দিয়েছিল, এ বছর আসছে নতুন অ্যালবাম। ইতিমধ্যে অ্যালবামের কাজও শুরু হয়েছে পুরোদমে।

দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান দলনেতা বাপ্পা মজুমদার গ্লিটজকে জানালেন, “এ বছরের শেষ নাগাদ অ্যালবামের কাজ শেষ হবে। দু’টি গানের রেকর্ডিং ইতিমধ্যে হয়ে গেছে। গানগুলো লিখেছেন শাহান কবন্ধ। ভিন্ন কিছু হবে আশা করছি। পুরোটাই ম্যানুয়াল প্লেয়িংয়ের উপর হবে। ব্যান্ডের সবারই অংশগ্রহণ থাকবে।”

অ্যালবামে মোট সাতটি গান থাকবে। বাকি আছে আরো পাঁচটি গান। বাপ্পা জানালেন, “বাকি গানগুলো এখনো নির্বাচন করা হয়নি। খুঁজে বেড়াচ্ছি গান। ভালো গান পেলেই কাজ শুরু করব।”

বর্তমানে দলছুট ব্যান্ডে আছেন বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কি-বোর্ড), জন শারটন (বেজ), মাসুম (গিটার), ডানো (ড্রামস) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।

বাপ্পা মজুমদার ও সঞ্জীব চৌধুরীর যৌথ উদ্যোগে ১৯৯৬ সালের নভেম্বরে এই ব্যান্ডদলটি গঠিত হয়। ১৯৯৭ সালে ‘আহ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে। এরপর ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ নামে আরো তিনটি অ্যালবাম বের হয়। ২০০৭ সালের ১৯ নভেম্বর দলছুটের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরীর মৃত্যুর পর ব্যান্ডদলটি হোঁচট খায়। বছর চারেক চলার পর দলটি স্তিমিত হয়ে পড়ে। সবশেষ অ্যালবাম প্রকাশ হয় ২০১০ সালে, ‘আয় আমন্ত্রণ’।