আসছে ‘বাহুবলী থ্রি’!
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2017 07:43 PM BdST Updated: 15 May 2017 07:43 PM BdST
বিশ্বব্যাপি আয়ের অঙ্ক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাওয়ায় এবার ‘বাহুবলী’ সিরিজের আরও একটি সিকুয়েল তৈরির পরিকল্পনা করছেন এর নির্মাতারা।
কিছুদিন আগে মুক্তি পেয়েই ‘বাহুবলী টু’ পরিণত হয়েছে সর্বকালের সেরা আয়ের ভারতীয় সিনেমায়। এই সাফল্যে অনুপ্রাণিত হয়েই এর নির্মাতারা নাকি ভাবছেন এবার ‘বাহুবলী থ্রি’ তৈরির কথা, এমনটাই বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘বাহুবলী টু’-এর শেষে এক চরিত্রকে বলতে শোনা গেছে, “মহেন্দ্র বাহুবলী’র ছেলেও কি রাজা হবে?”, উত্তরে আরেক চরিত্র বলে উঠে, “কে জানে শিবের মনে কী চলছে!” এই দুই সংলাপও ‘বাহুবলী’র আরেকটি সিকুয়েল তৈরির গুজবকে জোরদার করছে আরও।
এই মুহূর্তে ছুটি কাটাতে লন্ডনে রয়েছেন সিনেমাটির নির্মাতা এস.এস রাজামৌলি ও এর প্রযোজক সবু ইয়ার্লাগাড্ডা। সেখানেই নাকি ‘বাহুবলী থ্রি’ নিয়ে রূদ্ধদ্বার বৈঠক হয়ে গেছে তাদের।
বিষয়টি ‘বাহুবলী’ ভক্তদের কাছে পরিস্কার করার দায়িত্ব নেন নির্মাতা রাজাম্যেলি নিজেই।
টুইটারে ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি লিখেন, “ ‘বাহুবলী থ্রি’ নিয়ে কাজ চলছে। তবে আগের দুই পর্বের গল্পকে এই পর্বে টানা হবে না। নতুন এই পর্বে গল্প এমনভাবে সাজানো হবে, দর্শকেরা এর আগে যা কখনো দেখেননি।”
নতুন ধরণের এই গল্প সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে ‘বাহুবলী’র চিত্রনাট্যকার কে বিজয়েন্দ্র প্রসাদকে। এছাড়াও চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে ‘কিং আর্থার’ এবং ‘মিশন ইম্পসিবল’-এর মতো হলিউডি সিনেমার চিত্রনাট্যকারদের।
-
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ
-
‘চলো নিরালায়’ নিয়ে সামনে এলেন মিম-রাজ
-
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গাইবেন মিলা, হৃদয় খানরা
-
‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে
-
মানব পাচার মামলা: আগাম জামিন কণ্ঠশিল্পী ইভা আরমানের
-
রাজকে নিয়ে আনন্দমেলায় পরীমনি
-
‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ
-
রিকশা চালকের বেশে কে এই অভিনেত্রী?
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে