'সংশপ্তক'-এর দিলু হাসপাতালে

'সংশপ্তক' খ্যাত নাট্যাভিনেতা মজিবুর রহমান দিলুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2015, 10:46 AM
Updated : 19 Dec 2015, 10:46 AM

৮ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। তিনি ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তার কিডনিতে পাথর এবং রক্তে সংক্রমণ রয়েছে।

দিলুর স্ত্রী রানি রহমান গ্লিটজকে জানান, গত দুদিনে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু কিডনির পাথর অপসারণে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে। 

২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে ৯ মাস কোমায় ছিলেন দিলু।

বর্ষীয়ান এই অভিনেতা দীর্ঘদিন ধরে কাজ করছেন টিভি, মঞ্চ এবং বড় পর্দায়। বিটিভিতে ‘তথাপি’, ‘সময় অসময়’,‘সংশপ্তক’- এর মতো নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান দিলু। দেশের হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা শিল্পীদের মধ্যে একজন তিনি।

স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করছেন তিনি। অভিনয়ের পাশপাশি কাজ করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।