চিরকুট মেলে ধরে দুর্বৃত্ত জানাচ্ছে, “এটুকুই জানাতে এসেছিলাম”, ওই চিরকুটের নিচে সিনেমার নাম ও মুক্তির তারিখ লেখা আছে।
Published : 09 Feb 2025, 02:50 PM
বাড়ির বারান্দায় বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে পানি নিতে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পিছন পিছন ঘরে ঢুকেছে এক দুর্বৃত্ত, পানি নিতে গৃহকর্তা যখন ফ্রিজের কাছাকাছি পৌঁছেছেন, তখন ঘাড় ঘোরাতেই তার চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! বাড়ির মালিক ভয়ে চিৎকার করে উঠতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে সেই দুবৃত্ত। ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্ত উধাও। এ পর্যন্ত পড়ে পাঠক নিশ্চয়ই বলিউডের অভিনেতা সাইফ আলি খানের ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
সংবাদ প্রতিদিন লিখেছে সাইফের বাড়িতে ওই হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের সিনেমার প্রচারে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এই ধরনের প্রচারে উঠেছে নিন্দার ঝড়, সোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন ঋত্বিক।
সোশাল মিডিয়ায় সিনেমার প্রচারণামূলক ওই ভিডিও পোস্ট করেন ঋত্বিক নিজেই। ওই ভিডিওতে কেবল ধাস্তাধস্তির দৃশ্য নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমনভাবে এক তরুণ ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছিল, ঠিক সেই দৃশ্যটিও এসেছে ঋত্বিকের সিনেমার প্রচারের ভিডিওতে।
পার্থক্য একটাই, ঋত্বিকের সিনেমার প্রচারের ভিভিওতে ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে দুর্বৃত্ত জানাচ্ছে, “এটুকুই জানাতে এসেছিলাম”, ওই চিরকুটের নিচে সিনেমার নাম ও মুক্তির তারিখ লেখা আছে।
সিনেমার প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিন ধরে চালু আছে বলিউডে। সময়ের সাথে ধরনে এসেছে পরিবর্তন।
অভিনেতা আমির খানকেও নিজের সিনেমার প্রচারে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গা চষে ফেলতে দেখা গিয়েছে। সেই প্রচার কৌশলেই অংশ হিসাবে আমিরকে হানা দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও।
কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেয়নি অনেকেই। তাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।
সাইফের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এ ধরনের প্রচার কাজ বাংলা সিনেমার ঐতিহ্যের মর্যাদা ক্ষুন্ন করছে বলে ভাষ্য সমালোচনাকারীদের।