“আমিও মনে মনে ভেবেছিলাম সুন্দর দেখতে একটা ছেলে আসবে, চকলেট বয় লুক ভেবে রেখেছিলাম, ঠিক আমির যেমন।”
Published : 04 Jul 2024, 09:14 PM
বলিউডের তারকা অভিনয় শিল্পী শাহরুখ খান ও জুহি চাওলা কেবল সহশিল্পীর সম্পর্কেই আটকে থাকেননি, গড়েছেন পারিবারিকভাবে বন্ধুত্ব এবং ক্রিকেট দল। কিন্তু শাহরুখকে প্রথম দেখে রীতিমত ধাক্কা খেয়েছিলেন জুহি।
'রাজু বান গ্যায়া জেন্টলম্যান' সিনেমায় জুহি এবং শাহরুখ প্রথমবার জুটি বাঁধেন ১৯৯২ সালে। ওই সিনেমার শুটিংয়ের আগে শাহরুখের সঙ্গে জুহির দেখা হয়নি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সম্প্রতি গুজরাটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি এক অনুষ্ঠানে কিং খানের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটি স্মরণ করেন জুহি।
তিনি বলেন, সিনেমার প্রযোজক বিবেক বাসওয়ানি তাকে শাহরুখের বিষয়ে যে বর্ণনা দিয়েছিলেন, তাতে তিনি নায়কের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।
“১৯৯২ সালে আমিও ইন্ডাস্ট্রিতে নতুন। ‘রাজু বন গ্যায়া জেন্টেলম্যান’ সিনেমা নিয়ে প্রযোজক বিবেক বাসওয়ানির সঙ্গে কথা হচ্ছিল। বিবেক বলেছিলেন, একজন হিরো আসছেন দেখা করতে, তিনি অনেকটা আমির খানের মত দেখতে। আমিও মনে মনে সুন্দর দেখতে একটা ছেলে, চকলেট বয় লুক ভেবে রেখেছিলাম, ঠিক আমির যেমন।”
এরপর যা হয়েছিল তা নিয়ে জুহি বলেন, “সেটে পৌঁছে যখন শাহরুখকে দেখি, আমি তো অবাক। মোটা নাকধারী, রোগা টিংটিঙে একটা ছেলে, গায়ের রং বাদামী-খয়েরির মাঝামাঝি। সাদা রঙের একটা শার্ট পরে আছে। আমার মনে হচ্ছিল, এটা কী হল! আমি জিজ্ঞাসা করেছিলাম, কোন দিক থেকে আপনাদের এই ছেলেটিকে আমির খানের মত লাগছে?’
শাহরুখের সঙ্গে আদৌ কাজ করবেন কী না, তা নিয়ে জুহির মনের মধ্যে একটা দ্বিধাও তৈরি হয়েছিল শুরুতে। পরে অবশ্য দ্বিধা কাটিয়ে ওঠেন তিনি।
মজা করে জুহি বলেন, “দেখো, ওকেও স্টার বানিয়ে দিয়েছিলাম আমি।”
শুধু প্রথম দেখার অভিজ্ঞতা না, ইন্ডাস্ট্রিতে শাহরুখের শুরুর দিকের সংগ্রামের দিনগুলোর কথাও বলেন অভিনেত্রী।
জুহি বলেন, "সে সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত, তাও জানতাম না। শুটিংয়েই খেত, সেখানেই থাকত, ইউনিটের সবার সঙ্গে বেশ হাসি-ঠাট্টা করত। আমার ধারণা, সেসময় তার সময় ভালো যাচ্ছিল না। এক দিন দেখলাম তার কালো গাড়িটাও চলে গেল। কিস্তির টাকা শোধ করতে পারেনি ওই সময়ে। আর আজ দেখুন কতটা সফল সে।"
'রাজু বান গ্যয়া জেন্টলম্যান', 'ডর', 'ইয়েস বস', 'কাভি হা কাভি না', 'ভূতনাথ' এর মত একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ ও জুহি।
পর্দার বাইরে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের যৌথ কর্ণধার শাহরুখ ও জুহি।