"শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা সিনেমা না করলে খুব খারাপ হবে।"
Published : 11 Dec 2024, 10:33 AM
ভারতের হিন্দি সিনেমার তিন দশকের অধ্যায়ের অন্যতম তিন অভিনেতা আমির খান, শাহরুখ খান এবং সালমান খান একটি বিষয়ের জন্য অপেক্ষা করছেন। যা মিললে, দর্শকরা দারুণ কিছু উপহার পেতে পারেন বলে জানিয়েছেন আমির খান।
সেটি হল একটি ‘ভালো চিত্রনাট্য’।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতের নিউজ এজেন্সি এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেছেন, তিন খানের এক সিনেমায় কাজ করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে সেই আলোচনা তারা করেছেন আরো ছয় মাস আগে।
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির বলেন, “তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা সিনেমা না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।”
আমির আশা করছেন, তাদের ত্রয়ীকে এক সিনেমায় দর্শকরা পাবেন।
তাহলে বাধা কোথায় প্রশ্নে আমির বলেন, “এই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।“
গত বছর ‘পাঠান’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ ও সালমানকে। আমির বলেছেন ওই সিনেমায় দুজনের একটি দৃশ্য দেখে তার হাসি পেয়েছিল। যদিও পুরো সিনেমা দেখে ওঠা হয়নি আমিরের। সেটি কোনটি দৃশ্য তা খোলাসা করেননি আমির।
তিনি বলেন, “শাহরুখ ও সালমান দেখে মনমরা হয়ে থাকা যায় না। কী আর বলব।”