বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী মৌনি রায় জুটি বেঁধেছেন ওয়েব সিরিজ ‘শোটাইম’-এ
Published : 12 Jul 2024, 01:24 PM
হইচই, অ্যামাজন, ডিজনি প্লাস হটস্টার, সনি লিভসহ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে শুক্রবার থেকে দেখা যাবে বেশ কিছু নতুন সিনেমা ও সিরিজ। কলকাতা, বলিউড ও হলিউডের বেশকিছু থ্রিলার, ক্রাইম সিনেমা এবং সিরিজ রয়েছে এই সপ্তাহের তালিকায়।
'শোটাইম সিজন-১' আছেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী মৌনি রায় জুটি বেঁধেছেন ওয়েব সিরিজ ‘শোটাইম’-এ। শুক্রবার থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি। করণ জোহর প্রযোজিত এই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে অনেক আগেই। এতে আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ ও শ্রিয়া শরণ। মিডিয়ায় পর্দার পিছনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
'পরিয়া' এবার হইচইয়ে
হইচইয়ে শুক্রবার থেকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশন ঘরানার বাংলা সিনেমা 'পরিয়া'। তথাগত মুখার্জির পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি। সিনেমার টিজারে এক হিংস্র লুকে ধরা দিয়েছেন এই অভিনেতা। এই ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যাবে অঙ্গনা রায়কে। প্রধান নারী চরিত্রে এটাই তার প্রথম সিনেমা। অন্যান্য গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায় প্রমুখ। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি। এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
নেটফ্লিক্সে দেখা যাবে 'ব্লেম দ্য গেম'
কমেডি ঘরানার সিনেমা 'ব্লেম দ্য গেম' দেখা যাবে নেটফ্লিক্সে। মেক্রো পেট্রি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তানেশিয়া অ্যাবট, আলফোনসিনা বেনকোসমে ও জন ডি'আকুন্টো। সিনেমায় প্রেমিকার পরিবারের সঙ্গে পরিচয় হতে গিয়ে ডি'আকুন্টোকে এক গেম নাইটের সম্মুখীন হতে হয়। সেখানে নানা দুঃসাহসিক কাজের পরিণতি হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। শুক্রবার থেকে দেখা যাবে সিনেমাটি।
ক্রাইম থ্রিলার '৩৬ ডেইস' দেখা যাবে সনি লিভে
মিস্ট্রি ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ '৩৬ ডেইস'। এতে রহস্যে ঘেরা এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নেহা শর্মাকে। এটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি সেথ, শারিব হাশমি, জারা খান, ফায়সাল রাশিদ ও কে সি শঙ্কর। নেহা শর্মাকে অনুসরণ করা প্রত্যেকে কিভাবে নিজেদের জীবনকে এক বিপদের দিকে নিয়ে যায় সেসব ঘটনাই দেখা যাবে এই সিরিজে। ১২ জুলাই সনি লিভে দেখা যাবে সিরিজটি।
ভুতের গল্পের সিনেমা ‘কাকুডা’
ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা 'কাকুডা' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি ৫-এ। এতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ এবং সাকিব সেলিমসহ অনেকে। আদিত্য সরপোতদারের দ্বিতীয় হরর কমেডি সিনেমা এটি। সিনেমায় পেশাদার ভূত শিকারী চরিত্রে দেখা যাবে রীতেশ দেশমুখকে। যেখানে এক ভূতের অভিশাপ এসে পড়বে তার বিবাহিত জীবনে। নবদম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ভুতুড়ে অবস্থা ও নানা হাস্যকর ঘটনা দেখা যাবে সিনেমাটিতে।