বিটিভিতে আরও ৫ বছর সিসিমপুর

সিসিমপুর বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’ এর বাংলাদেশি সংস্করণ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 07:53 AM
Updated : 3 Oct 2022, 07:53 AM

ইকরি, টুকটুকি, শিকু, হালুমের নানা কেরামতির শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর বাংলাদেশ টেলিভিশনে দেখা যাবে আরও পাঁচ বছর। 

সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিটিভি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে তাদের।   

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় এই বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান আরও পাঁচ বছর বিটিভিতে সম্প্রচার হবে প্রতিদিন। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে সই করেন। 

বিটিভিতে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি সিসিমপুরের ডিজিটাল এবং স্কুলভিত্তিক কার্যক্রমও অব্যাহত থাকবে। 

বিটিভিতে সিসিমপুরে যাত্রা ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে। এছাড়া বেসরকারি টেলিভিশন স্টেশন আরটিভি ও দূরন্ত টিভিতেও সদলবলে হাজির থাকে ইকরি, টুকটুকিরা। 

বাংলাদেশে সিমিপুরের যাত্রা, নির্মাণ এবং সম্প্রচার সম্ভব হয়েছে ইউএসএআইডির আর্থিক সহযোগিতায়। 

সিসিমপুর বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’ এর বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীর দেড় শতাধিক দেশে।

২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন এওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর।