নিজেদের ২৫ বছর পূর্তিতে ফ্যাশন ও লাইফস্টাইলে অবদান রেখেছে এমন সব বলিউড তারকাদের সম্মান জানানো উদ্যোগ নিয়েছে বলিউড হাঙ্গামা। মঙ্গলবার সেরা ‘স্টাইলিশ’ উদ্যোক্তার মনোনয়ন তালিকা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। মনোনীতদের মধ্যে শীর্ষ পাঁচটি নাম হচ্ছে সুনীল শেঠি, ক্যাটরিনা কাইফ, রিতেশ দেশমুখ, মালাইকা অরোরা ও আমান গুপ্তা।
“মার্কায় চাপ দেওন যাইব না, সাদা বুতামে চাপতে হবে, তারপর সবুজ বোতাম। খুব সহজে ভোট দিয়ে দিছি। জানলে আর খেয়াল রাখলে একদমই সহজ”, কেন্দ্র থেকে বের হয়ে এক ভোটারের প্রতিক্রিয়া।