‘ম্যাজিক বাউলিয়ানার’ স্টুডিও রাউন্ড মাছরাঙায়

বিচারকরা সারাদেশ থেকে ১৮ জন প্রতিযোগীকে বাছাই করেছেন স্টুডিও রাউন্ডের জন্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2022, 02:32 PM
Updated : 8 Sept 2022, 02:32 PM

বাউল গান নিয়ে ‘রিয়েলিটি শো’ ‘ম্যাজিক বাউলিয়ানার’ চতুর্থ আসরের স্টুডিও রাউন্ড বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার এই শোয়ের আয়োজক মাছরাঙা টেলিভিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই সঙ্গীত অনুষ্ঠানের আগের রাউন্ড এরইমধ্যে শেষ হয়েছে।

টেলিভিশন সম্প্রচারের দিনক্ষণ না জানালেও শিগগিরই স্টুডিও রাউন্ড শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাল, সুর, লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকরা সারাদেশ থেকে ১৮ জন প্রতিযোগীকে বাছাই করেছেন স্টুডিও রাউন্ডের জন্য।

“এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন শিল্পী শাহানাজ বেলি, শফি মন্ডল ও আরিফ দেওয়ান।”

ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরের জন্য গত ২৬ মে পর্যন্ত নিবন্ধন নেওয়া হয়। এতে দেশ-বিদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী নিবন্ধন করেন।