কিডনি জটিলতার কারণে একদিন পরপর এই শিল্পীর কিডনি ডায়ালাইসিসও করানো হচ্ছে।
Published : 12 Jul 2024, 11:32 AM
যুক্তরাষ্ট্র প্রবাসী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের এই পুনর্বাসন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
কিডনি জটিলতার কারণে একদিন পরপর এই শিল্পীর কিডনি ডায়ালাইসিসও করানো হচ্ছে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীর শ্বাসকষ্টও হচ্ছে।
এর মধ্যে বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ‘রিগ্যাল হেইটস রিহ্যাবিলাইটেশন সেন্টারে’ চিকিৎসাধীন থাকা শহীদ হাসানকে দেখতে যান মুক্তিযুদ্ধের আরেক কণ্ঠযোদ্ধা একুশে পদক পাওয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়।
এ সময় তার সঙ্গে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি লাবলু আনসার এবং জ্যেষ্ঠ সহ সভাপতি বীর আবুল বাশার চুন্নু।
তারা শহীদ হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার সঙ্গে কিছু সময় কাটান।
চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকা শহীদ হাসান তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শহীদ হাসান ১৯৮৫ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিজয় দিবস, স্বাধীনতা দিবস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।