এই গায়ক অ্যালবামপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি রুপি।
Published : 11 Feb 2025, 10:41 AM
ভারতের দক্ষিণী সিনেমার সঙ্গে যারা পরিচিত, তারা গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্ররের গানের সঙ্গে পরিচিত। রজনীকান্ত, বিজয়, কমল হাসানসহ দক্ষিণের বহু তারকাভিনেতার সিনেমায় এই গায়ক প্লেব্যাক করেছেন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, রবিচন্দ্রের পারিশ্রমিক অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের চেয়ে বেশি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এই গায়ক অ্যালবামপ্রতি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বর্তমানে। যেখানে রহমান নিয়ে থাকেন ৭ থেকে ৮ কোটি রুপি।
সম্প্রতি মুক্তি পাওয়া দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরের ‘দেবরা’ সিনেমাতেও রবিচন্দ্ররের গান গেয়েছেন।
তবে কেবল দক্ষিণী সিনেমায় নয়, এই গায়ক বলিউডের সিনেমাতেও ইতিমধ্যে কাজ করেছে, তাও আবার শাহরুখ খানের সঙ্গে। শাহরুখের ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন রবিচন্দ্রর।
বর্তমানে শ্রীকান্ত ওদেলা পরিচালিত ও নানি অভিনীত 'দ্য প্যারাডাইস' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন এই গায়ক।
শ্রীকান্ত ওদেলা রবিচন্দ্ররের গানে প্রশংসা করে বলেন, “তার আবহ সংগীত অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করে থাকে।”
রবিচন্দ্ররের পরিচিতি তৈরি হয়েছিল ২০১২ সালে ‘৩’ সিনেমার ‘হোয়াই দিজ কোলাবেরি ডি’ গান দিয়ে।
৩৫ বছর বয়সী এই প্লেব্যাক সিংগার এখন অনেক পরিচালকেরই পছন্দের শীর্ষে আছেন।