এবারও অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে।
Published : 16 Jun 2024, 08:32 PM
ঈদ মানেই টেলিভিশনের অনুষ্ঠানমালায় নতুন নতুন নাটক ও টেলিফিল্মের সমাহার। এবারও ঈদুল আজহা ঘিরে টিভি পর্দায় আসছে ঈদের নাটক ও টেলিফিল্ম।
ঈদের দিন থেকে শুরু করে কোনো কোনো চ্যানেলে পরবর্তী এক সপ্তাহ ধরে এসব নাটক-টেলিফিল্ম দেখা যাবে। এছাড়া একক নাটকের পাশাপাশি ধরাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা নিয়েছে টেলিভিশন স্টেশনগুলো।
এবারও অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে।
বিটিভিতে দুই নাটক
বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে একক নাটক 'মধুযাত্রা' প্রচার হবে ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
'মধুযাত্রা' রচনা করেছেন নূরুদ্দীন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু।
ঈদ উপলক্ষে চার পর্বের ধারাবাহিক নাটক 'চার মূর্তি' প্রচার হবে বিটিভিতে। রোববার ঈদের আগের দিন থেকে চার দিন বিকেল সাড়ে ৫টায় এ নাটকটি দেখানো হবে।
'চার মূর্তি' রচনা করেছেন রাইসুল ইসলাম অনিক, প্রযোজনা করেছেন আল মামুন।
অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।
চ্যানেল আইয়ে চার নাটক
চ্যানেল আইয়ে নাটক 'প্রান্তর' প্রচার হবে সোমবার ঈদের দিন দুপুর আড়াইটায়।
‘প্রান্তর’ রচনা করেছেন বদরুল আনাম সৌদ; আর পরিচালনা করেছেন আরিফ খান। এ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আবদুন নূর সজল ও জাকিয়া বারী মমসহ কয়েকজন।
ঈদের দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আই দেখাবে 'রাজপুত্র ও অপ্সরী'।
ফারিয়া হাসানের লেখা নাটকটি পরিচালনা করেচেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, পারসা ইভানা, আবুল হায়াত।
একইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটক 'চাঁদের হাট'।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।
চ্যানেল আইয়ে ঈদের চতুর্থ নাটক ‘কদম’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা আবুল হায়াত। অভিনয় কয়েছেন সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি।
হানিফ সংকেতের নাটক এটিএন বাংলায়
ইত্যাদি ম্যাগাজিনের উপস্থাপক হানিফ সংকেতের নাটক থাকে প্রতি ঈদেই। এবারেও এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে 'ব্যবহার বিভ্রাট' নাটকটি।
এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, টুপুর, পুতুলসহ আরো অনেকে। এই নাটকে প্রযুক্তির অপব্যবহার তুলে ধরেছেন হানিফ সংকেত।
চঞ্চলের নাটক এনটিভিতে
ঈদের দুপুর আড়াইটায় একক নাটক 'বকুলের লটারী' প্রচার করবে এনটিভিতে। নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। অভিনয় করেছেন সোহেল মন্ডল, সামিরা খান মাহি।
'লেগুনা প্রেম' এই চ্যানেলে প্রচার হবে ঈদের রাত ৯টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনায় হাসান রেজাউল। অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান।
এনটিভিতে ওই রাতেই ১১টা ৫ মিনিটে দেখানো হবে 'গ্রামের ভাইরাল বউ'।
আল আমিন স্বপন রচিত নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটক 'বিষ দাঁত' প্রচার করবে এনটিভি। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি।
বৃন্দাবন দাসের রচনায় এই নাটক পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল ছাড়াও সারিকা সাবরিন, শাহনাজ খুশী, প্রাণ রায়, জয়রাজ, মৃণাল দত্ত অভিনয় করেছেন।
দীপ্ততে একক ও ধারাবাহিক
দীপ্ত টিভিতে একক নাটক 'বাকবাকুম' প্রচার হবে ঈদের সন্ধ্যা ৭টায়। নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক ফারুক অপূর্ব ও সাফা কবির।
এই চ্যানেলেই ‘বাকবাকুমের’ পর রাত ৮টায় প্রচার হবে 'আমার বউ সব জানে'। পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। অভিনয়ে আছেন খায়রুল বাসার, আনিকা আইরাসহ আরো অনেকে।
দীপ্ত টিভিতে ঈদের দিনের তৃতীয় নাটক 'অবতার' প্রচার হবে রাত ১০টা ০৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইসহ আরো অনেকে অভিনয় করেছেন।
দীপ্তর ঈদের দিনের চতুর্থ নাটক 'হবু শ্বশুর বাড়ী' প্রচার হবে রাত ১১টা ০৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন মাহিন খান। এবং মূল চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।
ঈদে ধারাবাহিক নাটকও দেখাবে দীপ্ত টিভি। 'বাই সাইকেল প্রেম ২' প্রচার হবে ঈদের দিন থেকে পরবর্তী সাতদিন রাত ৯টা ৪৫ মিনিটে।
'বাই সাইকেল প্রেম ২' পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত ও প্রীতি দত্ত। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, তামিম মৃধা।
মাছারাঙাতেও আছে চঞ্চল ও মোশাররফের নাটক
একক নাটক 'মেঘদল' ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। রচনা করেছেন রশিদুর রহমান, পরিচালনায় হাসান রেজাউল। অভিনয় করেছেন খায়রুল বাসার, তটিনী।
একই দিন রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় 'মিস্টার মোতালেব'। অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম।
রাত সাড়ে ১১টায় প্রচার হবে 'লাভ রেইন'। রচনা করেছেন সোহেল রহমান এবং পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।
ধারাবাহিক নাটক 'নয়শো প্রহরী' মাছরাঙায় ঈদের দিন থেকে পরের সাতদিন প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া ও শাহনাজ খুশি।
এছাড়া 'টিক্কা রিভেঞ্জ' নামের আরেকটি ধারাবাহিক নাটক মাছরাঙায় প্রচার হবে ঈদের দিন থেকে পরবর্তী সাতদিন রাত ৯টা ১০ মিনিটে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মারুফ মিঠু, আব্দুল্লাহ রানাসহ আরো অনেকে।
আরটিভিতেও মোশাররফ
একক নাটক 'জীবন আপনার রিস্ক আমার' আরটিভিতে প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায়। সোহেল হাসানের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টিসহ কয়েকজন।
এর এক ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় প্রচার হবে 'কুরবানী পরিবহন'। রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে আছেন শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টিসহ কয়েকজন।
'ত্রিভুজ প্রেম' আরটিভিতে প্রচার হবে ঈদের রাত ১১টায়। রোকেয়া প্রাচীর পরিচালনায় এ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সামিরা খান মাহি।
ধারাবাহিক নাটক 'মিস্টার যুক্তিবাদী' আরটিভিতে ঈদের ৭দিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে। রচনা করেছেন হারুন রুশো, পরিচালনা দীপু হাজরা। অভিনয় জামিল হোসেন, মুনমুন আহমেদ মুনসহ আরো অনেকে।
আজিজুল হাকিমের নাটক বৈশাখীতে
একক নাটক 'ধরা' ঈদের রাতে ৮টা ১০ মিনিটে প্রচার করবে বৈশাখী টেলিভিশন। হাসান নোমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় মোশাররফ করিম, তাসনুভা তিশা।
‘কোরবানীর বিরাট হাট’ বৈশাখীতে প্রচারে হবে ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসএ হক অলিক। অভিনয় করেছেন আজিজুল হাকিম, মীর সাব্বির, দিলারা জামান।
ধারাবাহিক নাটক 'বাপকা বেটা' বৈশাখী টিভিতে ঈদের সাতদিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে। পরিচালনা করেছেন এস আই সোহেল। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আবদুল্লাহ রানাসহ আরো অনেককে পাওয়া যাবে।
বৈশাখীর পর্দায় ঈদের সাতদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ক্ষমা করে দিও'।
নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান। অভিনয় করেছেন জাহিদ হাসান, আশনা হাবিব ভাবনা, ডা. এজাজ, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।
বাংলাভিশন দেখাবে টেলিফিল্ম
বাংলাভিশনে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘অসম্ভব খারাপ’ প্রচার হবে ঈদের দিন বেলা ২টা ১০ মিনিটে।
টেলিফিল্মটি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনিকসহ আরো অনেকে।
একক নাটক ‘যেখানে প্রেম নাই’ বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার করবে বাংলাভিশন। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী ও আরো অনেকে।
এই চ্যানেলে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিএমডব্লিউ এর ড্রাইভার’। ইমরাউল রাফাতের পরিচালনায় অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি ও আরো অনেকে।
নাটক ‘বউ একটা প্যারা’ প্রচার হবে রাত ৯টা ২৫ মিনিটে। রচনা করেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। আর অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরীসহ আরো অনেকে।
নাটক ‘শীতল’ প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য ইমন। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও আরো অনেকে।
রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মনের আকাশে তুমি’। পরিচালনা করেছেন আদিব হাসান। অভিনয়ে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও আরো অনেকে।
ধারাবাহিক নাটক ‘হা-ডু-ডু’ ঈদের দিন থেকে সন্ধ্যা থেকে পরের সাতদিন বাংলাভিশনে প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। মাইদুল রাকিবের পরিচালনায় এতে অভিনয় করেচেন চাষী আলম, মারজুক রাসেল, অনিক, হাসান মাসুদ, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি আরো অনেকে।
‘মান্না তো ভালোই ছিল’ নামের সাত পর্বের ধারাবাহিক রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়। প্রথম পর্ব প্রচার হবে ঈদের রাতে।
এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। আর অভিনয়ে চাষী আলম, পাভেল, রুমেল, মুসাফির বাচ্চু।