নাটক, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সাজানো হয়েছে ‘উমা এলো বাড়িতে’ অনুষ্ঠানটি।
Published : 13 Oct 2024, 05:24 PM
বিজয়া দশমীর দিনে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘উমা এল বাড়িতে’।
নাচ-গান ও নাটক নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
রোববার রাত সাড়ে ১০টায় বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। শ্যামল দত্তের রচনায় ‘উমা’ প্রযোজনা করেছেন এল রুমা আক্তার।
‘উমা এল বাড়িতে’ অনুষ্ঠানে দেখা যাবে, নববিবাহিত দম্পতি উমা ও শংকরের বিয়ের পর এবারই প্রথম পূজা। কিন্তু শংকরের অফিস থেকে ছুটি না পাওয়ায় তৈরি হয় জটিলতা। পরে ছুটি পেয়ে গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করেন শংকর। এমনই ঘটনার মধ্য দিয়েই এগিয়ে গেছে অনুষ্ঠানটির গল্প।
অনুষ্ঠানে অভিনয় করেছেন শিপন মিত্র, সঞ্চিতা দত্ত, তাপস সরকার, মনোজ সেনগুপ্ত, সুবর্ণা পাল, রতন সাহা, লিটু মন্ডল, অভয় সাহা, বিমল ব্যানার্জি, অভিজিৎ আচার্য্য, বিপ্লব সাহাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও বিনোদ রায়ের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেছেন অনিমা রায়, ছন্দা চক্রবর্তী, বিজন মিস্ত্রি, সঞ্জয় কবিরাজ, চম্পা বণিক, শিমু দে, পূজন দাস, বিমান বিশ্বাস, সুস্মিতা সাহা, মৃদুলা সমাদ্দারসহ আরো অনেকে।
আর নৃত্য পরিবেশন করেছেন প্রান্তিক দেব ও তার দল।