‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন-১৪ পাওয়ার সুযোগ

লটারিতে ২০ জন দর্শক পাবেন আইফোন ১৪ সিরিজের ফোন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2022, 04:10 PM
Updated : 21 Sept 2022, 04:10 PM

প্রেক্ষাগৃহে ‘অপারেশন সুন্দরবন’ দেখলে একটি আইফোন ১৪ পাওয়ার সুযোগ থাকছে।

 শুক্রবার মুক্তি পাচ্ছে র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমাটি। তার দুদিন আগে প্রিমিয়ার শো শেষে উপহারের ঘোষণা দেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, “র‍্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই ছবিটি দেখলে ২০ জন দর্শক পাবেন আইফোন ১৪ সিরিজের লেটেস্ট ফোন।”

Also Read: আইফোন ১৪: নতুন কী, কমতি কিসের?

যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন, তাদের নাম ও মোবাইল ফোন নম্বর টিকেটের পেছনে লিখে ড্রপবক্সে জমা দিতে হবে। প্রতিটি প্রেক্ষাগৃহে ড্রপবক্স থাকবে।

আল মঈন বলেন, “পহেলা পহেলা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসে লটারির মাধ্যমে ২০ জন ভাগ্যবান দর্শককে বেছে নেওয়া হবে। তারা প্রত্যেকে পাবেন ফরচুন গ্রুপের সৌজন্যে একটি করে আইফোন-১৪ সিরিজের ফোন।”

সুন্দরবন দস্যুমুক্ত করতে র‌্যাবের অভিযান নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনসিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, জিয়াউল রোশান, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমান প্রমুখ।

Also Read: কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল ‘অপারেশন সুন্দরবন’