মার্ভেল ব্রহ্মাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারহিরো ‘ক্যাপ্টেন আমেরিকা‘ চরিত্রে প্রথম থেকে অভিনয় করে এসেছেন ক্রিস।
Published : 06 Feb 2024, 08:59 AM
এক বছররেও বেশি সময় প্রেমের পর বিয়ে করলেন হলিউড সুপারস্টার ক্রিস ইভান্স।
শনিবার বোস্টনে ২৬ বছর বয়সী আলবা ব্যাপটিস্তাকে বিয়ে করেন ৪২ বছর বয়সী এ অভিনেতা।
বিয়ের অনুষ্ঠানে বর ও কনের পরিবারসহ উপস্থিত ছিলেন ‘আয়রন ম্যান‘ খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র, ‘থর‘ খ্যাত ক্রিস হেমসওয়ার্থ, ‘হকআই‘ তথা জেরেমি রেনারের মতো বিখ্যাত মার্ভেল তারকারা।
গত বছরের নভেম্বরে এই জুটিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায়। সেন্ট্রাল পার্কে হাতে হাত ধরা অবস্থায় দেখা যায় তাদের। যদিও তার কিছুদিন পরেই তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার গুঞ্জন উঠেছিল।
মার্ভেল ব্রহ্মাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারহিরো ‘ক্যাপ্টেন আমেরিকা‘ চরিত্রে প্রথম থেকে অভিনয় করে এসেছেন ক্রিস। সংবাদ সূত্র: পেইজ সিক্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)