প্রেম, ক্ষুধা, জীবিকার সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি ধর্ম ও রাজনীতিকে হাতিয়ার করে ‘সংখ্যালঘু’ উৎপাটনের গল্প হল ‘রায়মঙ্গল’।
Published : 15 Jan 2023, 10:26 AM
নাট্যদল অনুস্বরের নাটক ‘রায়মঙ্গল’ মঞ্চস্থ হতে যাচ্ছে রাজধানীর জাতীয় নাট্যশালার মূল হলে।
সোমবার সন্ধ্যা ৭টায় এই নাটকটি দ্বিতীয় প্রদর্শনী হবে বলে জানিয়েছে অনুস্বর।
সুমন মজুমদারের ‘রাইমঙ্গল’ উপন্যাস থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন; এর আগে ‘রায়মঙ্গল’ মঞ্চস্থ হয় গত ৩০ ডিসেম্বর।
অনুস্বর ব্রুশিয়ারে জানিয়েছে, প্রেম, ক্ষুধা, জীবিকার সংগ্রামে দল-উপদলের হানাহানির পাশাপাশি ধর্ম ও রাজনীতিকে হাতিয়ার করে ‘সংখ্যালঘু’ উৎপাটনের গল্প হল ‘রায়মঙ্গল’।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ ও আবির সায়েম।
মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। সংগীত পরিকল্পনায় আছেন রামিজ রাজু। পোশাক পরিকল্পনা করেছেন মাজেদুল মিঠু।
এছাড়া পোস্টার ডিজাইনে সাকিল সিদ্ধার্থ ও প্রকাশনা ডিজাইনে আছেন শাহীনুর রহমান।