সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘নিখোঁজ’।
Published : 07 Feb 2024, 09:56 PM
কিছুদিন আগেই হাসপাতালে ছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্ত্রীরোগ জনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। গত পরশু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, বাড়ি ফিরে এখন অনেকটাই সুস্থ আছেন স্বস্তিকা। তবে এখনই কাজে ফিরছেন না। এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।
“আগামী এক মাস কলকাতাতেই রয়েছেন। নভেম্বরে যাওয়ার কথা বাংলাদেশে। অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে আগামী সিনেমাতে অভিনয় করার কথা তার,” বলেন সেই সূত্র। কিছুদিন আগেও স্বস্তিকার ইনস্টাগ্রাম পোস্টে শারীরিক অসুস্থার আভাস মিলেছিল।
অভিনেত্রী জানান, রক্ত পরীক্ষা করিয়েছেন তিনি। পরিবারে দীর্ঘ দিন ধরে যে ‘দাদা’ রক্ত পরীক্ষা করাতে আসেন, তিনিই এসে রক্ত নিয়ে যান। সেই দাদার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।”
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। সেখানে স্বস্তিকা ছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। সংবাদসূত্র: আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)