শাহরুখ খানের ওপর নায়িকাদের ফিদা হওয়ার অন্যতম কারণ ওই সৌরভ।
Published : 04 Nov 2023, 08:20 AM
তিন দশকের বেশি সময়ের অভিনয় জীবনে বলিউড সুপারস্টার শাহরুখ খান খ্যাতি কুড়িয়েছেন রোমান্টিক নায়ক হিসেবে। কেবল রূপে-গুণে নয়, ঘ্রাণেও চারপাশ মোহিত করে রাখেন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বলেছে, শাহরুখ খানের ওপর নায়িকাদের ফিদা হওয়ার অন্যতম কারণ ওই সৌরভ। বিষয়টি অকপটে স্বীকার করেছেন বাদশার তিন নায়িকা দীপিকা পাড়ুকোন, অনুশকা শর্মা ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
মাহিরা খান প্রথমবার যখন শাহরুখের কাছাকাছি গিয়েছিলেন, ভেসে আসা পারফিউমের সুবাসে রীতিমত মোহিত হয়েছিলেন।
তিনি বলেন, “শাহরুখের কাছে আমার প্রথম প্রশ্নই ছিল, ‘কোন পারফিউম এটা?’ জবাবে তিনি বলেছিলেন, ‘গুগল করে নাও’।”
অন্যদিকে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, “ও অসাধারণ সুন্দর স্মেল করে।”
আর অনুশকার ভাষায়, “শাহরুখের রুচি অত্যন্ত ভালো। ওর পারফিউম সেরা।”
অতীতে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে শাহরুখ সেই গুমর ফাঁস করেছিলেন নিজেই। বলেছিলেন, তিনি মূলত দুটি পারফিউম একসঙ্গে ব্যবহার করেন। প্রথমটি হল ডানহিল। অপরটি ফরাসি ব্র্যান্ড ডিপটিকের ‘লম্ভ দ্য লু’।
লন্ডনকেন্দ্রিক ডানহিল পারফিউমটি প্রথম বাজারে আসে ১৯৩৪ সালে। ভারতে এই পারফিউমের দাম শুরু হয় সাড়ে সাত হাজার রুপি থেকে।
অন্যদিকে সবুজ-কালো পাতা আর উইপিং উইলো গাছের কাঠ ও পাতার বিশেষ অংশ মিশিয়ে ‘লম্ভ দ্য লু’ পারফিউমটি তৈরি করা হয়।
শাহরুখ জানিয়েছিলেন, কয়েক ধরনের কাঠ, মসলা আর ফলের ঘ্রাণ তার ভালো লাগে।