'বীরাঙ্গনা কাব্য’র বিশেষ প্রদর্শনী হবে বৃহস্পতিবার বিকেলে।
Published : 24 Jan 2024, 04:02 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা কাব্য’।
মাইকেলের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চে নাটকটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, বাংলা বিভাগ এবং নজরুল গবেষণা কেন্দ্র।
আগামী শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘বীরাঙ্গনা কাব্য’ নাটকের দুটি পরিবেশনা হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় আমন্ত্রিতদের জন্য নাটকটির বিশেষ প্রদর্শনী হবে।
নারীর প্রেম, দ্রোহ, জাগরণ ও উত্থানের এ নাট্য পরিবেশনা মঞ্চে নির্দেশনা দিয়েছেন অধ্যাপক শাহমান মৈশান।
অভিনয় করছেন বিভাগের তিনজন নারী শিক্ষক অধ্যাপক ওয়াহীদা মল্লিক, কাজী তামান্না হক সিগমা ও সুমাইয়া মনি।
থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, বাংলা দেশজ নাট্য ও ধ্রুপদী নাট্যশাস্ত্রের বিমূর্তায়ন ঘটেছে বীরাঙ্গনা কাব্যের মঞ্চায়নে। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শাসিত সমাজে মানুষের যোগাযোগ ও দৃশ্যগত অভিজ্ঞতা থেকে নানা সূত্র আহরণ করে স্থান, সময় ও জীবন্ত মানবদেহের সম্পর্কসূত্র খোঁজার মধ্য দিয়ে গঠিত পোস্টড্রামাটিক নাট্যতত্ত্ব ও সমকালীন বৈশ্বিক নাট্যভাষার সংশ্লেষে এক ভিন্নতর অভিব্যক্তির সমন্বয়ে এই নাট্য প্রযোজনা নির্মিত হয়েছে।