‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’ মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর।
Published : 12 Oct 2024, 02:30 PM
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস ‘নিঃসঙ্গতার একশবছর’ নেটফ্লিক্সের পর্দায় আসছে আর দুমাস বাদে।
নেটফ্লিক্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে ওই উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজ ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’ মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর।
লরা মোরা এবং অ্যালেক্স গার্সিয়া লোপেজ পরিচালিত ১৬ পর্বের এই সিরিজে কলম্বিয়া ও লাতিন আমেরিকার অভিনয় শিল্পীরা কাজ করেছেন।
ডাইনামো নামে একটি কলম্বিয়ান প্রযোজনা কোম্পানি এই সিরিজে অর্থলগ্নি করেছে।
১৬ পর্বের এই সিরিজ আটটি করে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে।
লেখক হোসে রিভেরা, নাতালিয়া সান্তা, কামিলা ব্রুজেস এবং আলবাট্রস গনজালেজ উপন্যাস থেকে সিরিজে রূপান্তরের কাজ করেছেন।
স্প্যানিশ ভাষার এ সিরিজের শুটিং হয়েছে কলম্বিয়ায়।
সিরিজের অন্যতম পরিচালক লরা মোরা এক বিবৃতিতে সিরিজ ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’ তৈরির চ্যালেঞ্জ তুলে ধরেছেন।
তিনি বলেন, "একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন কলম্বিয়ান হিসেবে, 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড'র মত জটিল প্রকল্পে কাজ করা গর্বের এবং চ্যালেঞ্জেরও।”
লরা বলেছেন তারা সাহিত্যে নোবেল জয়ী গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এই উপন্যাসটির প্রতি ভালোবাসা থেকে এই সিরিজ তৈরিতে হাত দেন। এবং নির্মাণে কলাকুশলী এবং টেকনিক্যাল ক্রুদের সহায়তার জন্য বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেছেন, সিরিজ নির্মাণে সাহিত্য এবং অডিওভিজুয়াল ভাষার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছেন তারা।
১৯৬৭ সালে প্রকাশিত উপন্যাসটির গল্পে দেখানো হয়েছে বুয়েন্দিয়া পরিবারের গল্প। মাকোন্দো শহরে সাত পুরুষের পরিবারটি প্রেম, যুদ্ধ, পাগলামি আর অভিশাপের ইতিহাস বয়ে চলছে।
এই সিরিজের টিজার প্রকাশ হয়েছিল পাঁচ মাস আগে।