“আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার কথা জানিয়েছি মাত্র।”
Published : 10 Dec 2024, 10:14 AM
অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েকদিন পর উল্টো কথা শোনা যাচ্ছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসির কথায়।
অভিনয় থেকে ম্যাসির অবসর নেওয়ার ঘোষণায় তার অনুরাগী, সহশিল্পীরা যখন রীতিমত হাহাকার করে উঠেছেন, তখন এই অভিনেতা বললেন, তার কথার নাকি ভুল ব্যাখ্যা এসেছে সংবাদমাধ্যমে।
সংবাদ প্রতিদিন লিখেছে, ম্যাসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ”আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। তাই কিছুদিনের বিরতি নিয়েছি।”
কয়েকদিন আগে ম্যাসি তার ইনস্ট্রাগ্রামে একটি পোস্টে লিখেছিলেন, ২০২৫ সালের পর ভক্তদের সঙ্গে আর দেখা হবে না।
ম্যাসির পোস্টে লেখা ছিল, “অসাধারণ কেটেছে শেষ কয়েকটা বছর। আমার পাশে যারা থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। একজন স্বামী, একজন বাবা, একজন ছেলে হিসেবে কিছু দায়িত্ব রয়েছে আমার কাঁধে। উপলব্ধি করছি যে এবার নতুন করে শুরু করার পালা এসেছে, সময় এসেছে এসেছে বাড়ি ফেরার।”
‘ইয়ার জিগরি’ ও ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ এই দুই সিনেমার কাজ করছেন ম্যাসি।
দুই সিনেমা নিয়ে ম্যাসি বলেছেন, “আমাদের শেষ দেখা হবে ২০২৫ সালে। বহু স্মৃতি জমা হয়েছে ঝুলতে। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ”
ম্যাসির এই পোস্টে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। অনুরাগী ও ভক্তরা ম্যাসির এই সিদ্ধান্তে বিস্ময় এবং দুঃখ প্রকাশ করেন। ম্যাসিকে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোরও অনুরোধ আসে তাদের কাছ থেকে।
সম্প্রতি অভিনেতার ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তি পেয়েছে। সংসদ ভবনে বিশেষ প্রদর্শনীতে এই সিনেমা দেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে ম্যাসিকে দেখা গিয়েছে এই সিনেমায়। এই সিনেমায় অভিনয় করার জন্য হুমকিবার্তাও পেয়েছিলেন ম্যাসি।
সংসদ ভবনে সিনেমার প্রদর্শনীর পর সাংবাদিকদের মুখোমুখি হন ম্যাসি। আর সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় অবসর নেওয়ার কারণ। তখন ম্যাসি বলেছেন, অভিনয় থেকে অবসর নেওয়ার তার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। তিনি কেবল কিছুদিনের ‘বিরতি চান’।