চলতি সপ্তাহে অন্তত আটটি পূর্বনির্ধারিত নাটকের মঞ্চায়ন এবং অনুষ্ঠান স্থগিতের তথ্য পাওয়া গেছে।
Published : 18 Jul 2024, 07:14 PM
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ায় ঢাকার নাটকপাড়ায় অনুষ্ঠান আয়োজনের গতি কমেছে। একের পর এক স্থগিত হচ্ছে পূর্বনির্ধারিত বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠান আয়োজন নিয়ে অনিশ্চয়তায়ও রয়েছেন কেউ কেউ।
আবার এমন পরিস্থিতিতে নাটকের প্রদর্শনী চলমান রাখতে দেখা যায় কোনো কোনো সংগঠনকে।
বুধবার সন্ধ্যায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘টিনের তলোয়ার’ নাটকের প্রদর্শনী করেছে নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর। এদিন দর্শকও আশানুরূপ ছিল বলে প্রাঙ্গণেমোর-এর অভিনয়শিল্পী ও সংগঠক নূনা আফরোজ তথ্য দিয়েছেন।
নূনা আফরোজ ফেইসবুকে লিখেছেন, “আমাদের নাটকই আমাদের প্রতিবাদ। শঙ্কা ছিল মনে, দেশের এই পরিস্থিতিতে দর্শক হবে কিনা। নাহ্, দর্শক আমাদের বিমুখ করেনি।”
আগামী ২৪ জুলাই জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘অভিনেতা’ এবং ৩১ জুলাই ‘টিনের তলোয়ার’ নাটকের প্রদর্শনী হবে বলেও তথ্য দিয়েছেন নূনা আফরোজ।
‘টিনের তলোয়ার’ নাটকের প্রদর্শনী হলেও চলতি সপ্তাহে অন্তত আটটি পূর্বনির্ধারিত নাটকের মঞ্চায়ন এবং অনুষ্ঠান স্থগিতের তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সব রকম প্রস্তুতি থাকার পরও দেশের পরিস্থিতি বিবেচনায় আপাতত অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হচ্ছেন আয়োজকেরা।
গত মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পূর্বনির্ধারিত নাটকের প্রদর্শনী স্থগিত করে প্রাচ্যনাট ও দেশ নাটক। প্রাচ্যনাটের ‘অচলায়তন’ এবং দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এর প্রদর্শনী হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’ নাটকটি মঞ্চায়ন করার কথা ছিল। কিন্তু প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে বলে নাট্যশালার মিলনায়তন বরাদ্দ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে।
এ ছাড়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে বৈকুণ্ঠ আবৃত্তি সংগঠন অনুষ্ঠানের জন্য মিলনায়তন বরাদ্দ নিয়েছিল। সেই অনুষ্ঠানটিও আপাতত হচ্ছে না।
শুক্রবার দেশের প্রথম নাটক শিক্ষার প্রতিষ্ঠান ‘থিয়েটার স্কুল’ তাদের সাবেক শিক্ষার্থীদের নিয়ে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘প্রাক্তনী সম্মিলন’ এর আয়োজন করেছিল। এতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা থিয়েটার স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দিতে নিবন্ধনও করেছিলেন। আয়োজনটি উপলক্ষে নতুন নাটক মঞ্চে আনার প্রস্তুতিও চলছিল।
কিন্তু বৃহস্পতিবার সকালে ‘থিয়েটার স্কুল প্রাক্তনী সম্মিলন’টি স্থগিতের ঘোষণা দেয় আয়োজন সংশ্লিষ্টরা।
মহিলা সমিতি মিলনায়তনে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার একটি নাট্যসংগঠন তাদের নতুন নাটকের কারিগরি মহড়ার জন্য মিলনায়তন ভাড়া নিয়েছিল, তারা সেটি বাতিল করেছে।
শুক্রবার থিয়েটার স্কুল এবং পরদিন শনিবার নাট্যদল থিয়েটার ‘লাভ লেটারস’ নাটকের জন্য মিলনায়তন ভাড়া নিয়েছিল। দুটি অনুষ্ঠানই স্থগিত করা হয়েছে।
প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনটি বরাদ্দ নিয়েছিল কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন পরিষদ। ‘শুনি প্রবল প্রাণের প্রতিধ্বনি’ শিরোনামে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল তাদের।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেছেন, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে আয়োজনটির তারিখ জানানো হবে।
শুক্রবার সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘থিয়েটার ৫২’ নাট্যদল থেকে ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকটি মঞ্চায়নের জন্য মিলনায়তন বরাদ্দ নিয়েছে। এই প্রদর্শনীটি বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও তারা প্রদর্শনীটি করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।