ব্যবসায় হাত পাকাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। পরিবারের সবাই মিলে মুম্বাইয়ে একটি বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।
এ বলিউড তারকার বিএমসি হোটেলের পরিকল্পনা কর্তৃপক্ষ অনুমোদন করেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
এক বছরেরও বেশি সময় আগে সালমান খানের মা সালমা খানের নামে হোটেলটি নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছিল।
মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে সমুদ্রমুখী একটি প্লটে ১৯ তলা হোটেলটি নির্মিত হবে। আগে সেই প্লটের স্টারলেট সিএইচএস আবাসিক বিল্ডিংয়ে খান পরিবারের নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। প্রাথমিকভাবে ভবনটি পুনর্গঠন করার ইচ্ছা থাকলেও, পরবর্তীতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ১৯ তলা নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন।
পরিকল্পনা অনুযায়ী, হোটেলটিতে তিন-স্তরের বেইসমেন্ট থাকবে। প্রথম দুটি তলায় থাকছে ক্যাফে ও রেস্তোরাঁ। তৃতীয় তলায় থাকছে একটি জিম ও সুইমিং পুল। চতুর্থ তলা পরিষেবা সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা হবে। পঞ্চম ও ষষ্ঠ তলার পুরোটা জুড়েই থাকছে কনভেনশন সেন্টার। সপ্তম থেকে বাকি অংশ অতিথি কক্ষ থাকবে।
অভিনেতার তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এখনও হোটেল নির্মাণের কোনো কাজ শুরু হয়নি।
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘কিসি কা জান কিসি কা ভাই’ বক্স অফিসকে সন্তুষ্ট না করলেও ওটিটিতে সিনেমাটি বিক্রি করে মোটা অংকের অর্থ কামিয়েছেন ভাইজান।
চুক্তির ফলে আগামী ৫ বছর ‘টাইগার থ্রি’ ছাড়া সালমান খানের যত সিনেমা মুক্তি পাবে, সব হলে দেখানোর পর মুক্তি পাবে ‘জি ফাইভে’।