পুরস্কার দেওয়া নেওয়া ছাড়াও ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসনে ঘটেছে নানা ঘটনা।
Published : 03 Mar 2025, 09:34 PM
এবারে সেরা সিনেমার অস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’; মনোনয়নে ছয় শাখায় নাম ছিল বেকারের এই সিনেমাটির। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ১৩ শাখায় মনোনয়ন পেলেও এই সিনেমা পুরস্কার পেয়েছে মাত্র দুটিতে। একইভাবে পিছিয়ে পড়েছে আলোচনায় থাকা 'দ্য ব্রুটালিস্ট', 'উইকেড', 'দ্য সাবস্ট্যান্স'। পুরস্কার দেওয়া নেওয়া ছাড়াও ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসনে ঘটে নানা ঘটনা। সেসh দেখে নেওয়া যাক রয়টার্সের ছবি।