১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘রাজা হিন্দুস্তানি’তে কারিশমার চরিত্রটি করার প্রস্তাব প্রথমে পেয়েছিলেন অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
Published : 22 Nov 2024, 08:49 PM
বলিউডে ‘রাজা হিন্দুস্তানি’ নামের যে সিনেমা করে ভালো অভিনেত্রী ও সুপারস্টারের তকমা পেয়েছিলেন কারিশমা কাপুর, সেই কাজের প্রস্তাব কারিশমার আগে আরো দুই নায়িকার কাছে গিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘রাজা হিন্দুস্তানি’তে কারিশমার চরিত্রটি করার প্রস্তাব প্রথমে পেয়েছিলেন অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া নিজেই এই তথ্য জানিয়ে বলেছিলেন, মিস ওয়ার্ল্ড' হওয়ার আগে চারটি সিনেমার প্রস্তাব এসেছিল তার কাছে।
ঐশ্বরিয়া বলেন, "আমি সিনেমায় না এসে মিস ইন্ডিয়াতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি মিস ইন্ডিয়াতে প্রতিযোগী না হতাম, তাহলে হয়ত 'রাজা হিন্দুস্তানি' আমার প্রথম সিনেমা হত।"
ঐশ্বিরয়া এর পরের বছর ১৯৯৭ সালে 'অর পেয়ার হো গায়া' সিনেমার মধ্যে দিয়ে বলিউড যাত্রা শুরু করেন।
ঐশ্বরিয়ার পর পরিচালক ধর্মেশ দর্শন প্রস্তাব নিয়ে জুহি চাওলার দ্বারস্থ হলেও তাকে নিরাশ হতে হয়। শোনা গেছে, চিত্রনাট্যে নায়ক-নায়িকার গভীর চুম্বনের দৃশ্য নিয়ে বেঁকে বসেন জুহি।
এরপর পরিচালক কারিশমার কাছে সিনেমার কথা পাড়েন। কারিশমা ও আমির খান মিলে 'রাজা হিন্দুস্তানি'কে করেন ব্লকবাস্টার।
৫.৭৫ কোটি রুপির বাজেটের 'রাজা হিন্দুস্তানি' ঘরে তুলেছিল ৭৬.৭৫ কোটি রুপি।
কেবল আয়-রোজগারের দিক থেকে নয়, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পাঁচটি পুরস্কার জিতে সাড়া তুলেছিল সিনেমাটি।
বিশেষ করে সিনেমার গানের মধ্যে 'পারদেশি, পারদেশি', 'আয়ে হো মেরি জিন্দেগি মে', 'কিতনা পেয়ারে তুঝে রাবনে' পেয়েছিল হিটের তকমা।
কারিশমা ১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ‘জিগার’, ‘আনাড়ি’, ‘আনদাজ আপনা আপনা’, ‘রাজা বাবু’, ‘কুলি নং ১’সহ বক্স অফিসে অনেক হিট সিনেমায় নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
কারিশমা ছিলেন তার সময়ের জনপ্রিয় এবং মোটা অংকের পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি।