সভার শুরুতেই উদীচী তার সাবেক সভাপতির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
Published : 20 Jun 2024, 09:33 PM
গান, আবৃত্তি ও স্মৃতিচারণায় সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানীর পঞ্চম প্রয়াণ দিবস পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণানুষ্ঠান হয়।
২০২০ সালের ২০ জুন চিরবিদায় নেন ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কামাল লোহানী।
স্বাধীন বাংলা বেতার এই কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কর্মজীবনে সাংবাদিক হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন, ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতিও।
সভার শুরুতেই উদীচী তার সাবেক সভাপতির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। পরে প্রয়াত এ গুণিজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।
এরপর 'তোমার অসীমে প্রাণমন লয়ে যতদূরে আমি ধাই' এবং 'ও আলোর পথযাত্রী' গান দুটি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।
স্মরণসভায় একক সঙ্গীত পরিবেশন করেন হাবিবুল আলম ও সুস্মিতা কীর্ত্তনিয়া। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচী বাচিকশিল্পী শিখা সেন গুপ্তা ও আতিকুজ্জামান মির্জা।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য্যর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ পর্বের শুরুতে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
তিনি বলেন, “ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রাখা ছাড়াও স্বাধীন বাংলাদেশে সকল প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন কামাল লোহানী। উদীচীর সভাপতি হিসেবে ২০১৩ সালের জানুয়ারিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন। এছাড়া, গণজাগরণ মঞ্চ আন্দোলন শুরুর পর নেপথ্যে থেকে প্রতিদিন অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন কামাল লোহানী।
“উদীচীর নেতৃত্বে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় কনভেনশন আয়োজন করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। উদীচীর সুবর্ণজয়ন্তীতে উদীচীর ইতিহাস গ্রন্থ প্রণয়ন, সোমেন চন্দর স্মারক গ্রন্থ প্রণয়নসহ আরো অসংখ্য কাজে নেতৃত্ব দিয়েছেন কামাল লোহানী।”
কামাল লোহানীর সন্তান বন্যা লোহানী সভায় বলেন, “সারাজীবন আদর্শের প্রতি অবিচল থেকেছেন আমার বাবা। নিজের শরীরের প্রতি যত্ন কম নিলেও যতদিন সুস্থ ছিলেন, ততদিনই সক্রিয় ছিলেন মানুষের জন্য। অন্যায়ের সাথে কখনোই আপস করেননি।”
স্মরণসভায় উপস্থিত ছিলেন কামাল লোহানীর আরেক সন্তান সাগর লোহানী। এছাড়াও ছিলেন শংকর সাওজাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।