“তবে উনি আমার গুরুজি”, বলেন সোনু।
Published : 09 Oct 2023, 12:43 AM
ভারতের জনপ্রিয় গায়কদের প্রথম সারিতেই রয়েছেন সোনু নিগাম। তার বেড়ে ওঠায় বড় ধরনের ভূমিকার কথা শোনা যায় আরেক জনপ্রিয় গায়ক অনু মালিকের। ‘গুরুজি’ হিসেবে তাকে মানছেনও সোনু। তাদের দুজনের যুগলবন্দিতে বহু সুপারহিট গানও রয়েছে। একই রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও দেখা গেছে দুজনকে।
তবে তাদের এ রসায়নের আড়ালে বড় এক কিন্তু থাকার কথা সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। নিজের কয়েক দশকের সংগীত ক্যারিয়ারে হাজারেরও বেশি গান গেয়েছেন এ গায়ক-সুরকার। শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। শুধু সুরেলা কণ্ঠে মঞ্চ মাতানো নয়, ঝাঝালো শব্দে একাধিকবার বলিউডের ‘সিস্টেম’ এর বিরুদ্ধেও প্রতিবাদী হতে দেখা গেছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠোঁটকাটা সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে বলিউড হাঙ্গামা জানিয়েছে।
সোনুর ভাষ্য, “আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়েলিটি শো জিতেছিলাম। সেসময় উনি বলেছিলেন, ‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো’।”
তিনি আরও জানান, “রিয়েলিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তার ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্থা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।”
সোনুর আগে কুমার শানুও অভিযোগ জানিয়েছিলেন অনু মালিককে নিয়ে।
অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।