ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
সোমবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে এই খবর দিলেও অসুস্থতার বিস্তারিত জানাননি এ অভিনেত্রী।
নাদিয়া লিখেছেন, “প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আল্লাহ, তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।”
অসুস্থতার কারণ জানতে চাইলে নাদিয়ার ছোট ভাই রকি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেমন গুরুতর কোনো অসুখ নয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন, এজন্য ভারতে চিকিৎসা নিতে গিয়েছেন।”
গত জানুয়ারিতেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় জানা যায়, গ্যাস্ট্রিকের সমস্যার কথা। পরে বাসায় ফিরলেও সেই সমস্যা পুরোপুরি সেরে উঠেনি।
ভারতের হাসপাতাল থেকে তার শিগগিরই ফেরার কথা জানিয়ে রকি বলেন, “ভারতে মূলত চিকিৎসার জন্যই গিয়েছেন। তেমন গুরুতর কিছু হয়নি। দু-তিন দিনের মধ্যে চলে আসবে।”