ঈদুল আজহার দিন সোমবার বেলা ১১টায় ‘ভেজা ভেজা রাত, ভেজা ভেজা মন’ শিরোনামে রুনা লায়লার নতুন গানটি শোনা যাবে।
Published : 16 Jun 2024, 05:54 PM
বাংলাদেশ বেতারে ঈদের দিন প্রচার হবে দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার নতুন গান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেতার জানিয়েছে, ঈদুল আজহার দিন সোমবার বেলা ১১টায় ‘ভেজা ভেজা রাত, ভেজা ভেজা মন’ শিরোনামে নতুন গানটি প্রচার হবে।
এ গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম ইউনিটের স্টুডিওতে গত ৯ জুন গানটি রেকর্ড করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুনা লায়লা বলেছেন ‘ভেজা ভেজা রাত, ভেজা ভেজা মন’ শিরোনামে গানটি গেয়ে তিনি নিজেই তৃপ্তি পেয়েছেন।
“গানের সুর ও কথা আমার ভীষণ ভালো লেগেছে, গানটি প্রচারের পর শুনলে সবার ভালো লাগবে, এমনটা আশা করছি, বলেন রুনা লায়লা।”
গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা তার সংগীতজীবন নিয়ে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানেও অংশ নেন। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের ওই অনুষ্ঠানে রুনা লায়লার সাক্ষাৎকার নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক আশরাফুল আলম।
ঈদের দিন রুনার গান প্রচারের পরপরই সাক্ষাৎকারটি প্রচার করা হবে।
সাক্ষাৎকার নিয়ে রুনা লায়লার ভাষ্য, “এ সাক্ষাৎকারের মাধ্যমে কথায় কথায় আমার সংগীতজীবনের অনেক কথা বেরিয়ে এসেছে।”
প্রায় তিন মাস আগে বেতারে ‘ও বৃষ্টি তুমি’ গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে এ প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ বছরের বিরতির ইতি টেনেছিলেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
ওই গানটি প্রচারের পর বেশি দেরি না করেই বেতারে রুনা গাইলেন দ্বিতীয়বারের মত।