দুর্ঘটনার পর বাসচালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান ঐশ্বরিয়ার গাড়ি চালক এবং ঘটনাস্থলে দৌড়ে আসেন অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তাকর্মীরাও।
Published : 27 Mar 2025, 09:23 PM
মুম্বাইয়ের জুহুতে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি গাড়িতে ধাক্কা দিয়েছে সরকারি বাস; ঘটনাটি ঘটেছে ঠিক তার শ্বশুরবাড়ি ‘জলসার’ সামনের সড়কে।
দুর্ঘটনার এই খবর দিয়ে এনডিটিভি লিখেছে, ওই গাড়িতে সে সময় ঐশ্বরিয়া ছিলেন না, ছিলেন কেবল চালক।
তবে দুর্ঘটনার পর বাসচালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান ঐশ্বরিয়ার গাড়ি চালক এবং ঘটনাস্থলে দৌড়ে আসেন অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তাকর্মীরাও।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি ঐশ্বরিয়ার গাড়িটি পেছন থেকে ধাক্কা দেওয়ার পর, চালক বাইরে বেরিয়ে এসে গাড়িটি দেখেন। তখনই আশপাশে ভিড় জমতে শুরু করে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়।
এক পর্যায়ে বাসচালকের গায়ে ঐশ্বরিয়ার গাড়িচালক হাত তুলতেই অমিতাভের বাড়ির ভেতর থেকে ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা। তারা এসে দুই চালকের মধ্যে ঝামেলা মিটিয়ে দেন, ব্যাপারটি নিয়ে থানা পুলিশ না করারও অনুরোধ জানান তারা।
মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে ঐশ্বরিয়া ‘জলসা’ ছেড়েছেন ২০২৩ সালের নভেম্বরে।
ওই সময় থেকে সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি দেন না ঐশ্বরিয়া। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি।
মুম্বাইয়ে সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান বা অন্য যে কোনো আয়োজনে বচ্চন পরিবারের সদস্যদের এবং ঐশ্বরিয়াকে নিয়মিত পাওয়া গেলেও, তাদেরকে এক সঙ্গে বসতে বা কথা বলতে দেখা যায় না।
যদিও বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা।