চলতি বছরের মাঝামাঝি এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুমু ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলেছিল তাদের।
Published : 07 Dec 2023, 07:17 PM
শাহরুখ খানের মেয়ে সুহনা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে বছরখানেক ধরেই। এবার কথিত প্রেমিকা সুহানাকে নিয়েই নানা অমিতাভের মুখোমুখি হবেন অগস্ত্য।
আনন্দবাজার লিখেছে, শিগগিরই অমিতাভের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হয়ে হাজির হবেন সুহানা ও অগস্ত্য। অবশ্য সেদিন কেবল সুহানাকে নিয়ে নয়, ‘দ্য আর্চিস’-এর সব কলাকুশলীদের সঙ্গে করে ‘কেবিসি’ মঞ্চে উপস্থিত হবেন অগস্ত্য।
চলতি বছরের মাঝামাঝি এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুমু ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলেছিল তাদের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, সুহানাকে নাকি খুবই পছন্দ করেন অগস্ত্যর মা ও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা।
মঙ্গলবার মুম্বাইয়ে ‘দ্য আর্চিস’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিল গোটা বচ্চন পরিবার। স্ত্রী গৌরী, ছেলে আরিয়ান ও আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখও।
৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’। এই সিনেমায় ষাটের দশকের পপ সংস্কৃতি ঘিরে একদল বন্ধুর আনন্দ ও মান-অভিমানের গল্প তুলে এনেছেন নির্মাতা যোইয়া আখতার।