বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে হবে পার্ক মিন জের শেষকৃত্য।
Published : 04 Dec 2024, 02:17 AM
মাত্র ৩২ বছর বয়সে মারা গেছেন কোরিয়ান অভিনেতা পার্ক মিন-জে।
গত ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন এই অভিনেতা।
কোরিয়া জোংআং ডেইলি লিখেছে, অভিনেতার সংস্থা বিগ টাইটেল দুঃসংবাদটি দিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “একজন সুন্দর অভিনেতা, যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সবসময় তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা পার্ক মিন-জের অভিনয় আর দেখতে পারব না, তবে তাকে সবসময় মনে রাখব।”
বিগ টাইটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হুয়াং জু-হে বলেন, “যে ছেলে বলেছিল সে চীন জয় করবে, সে এখন এক চিরন্তন যাত্রায় পা দিয়েছে। এটা খুব অপ্রত্যাশিত ছিল। আমরা খুব অল্প সময় একসঙ্গে কাটিয়েছি, তবে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব।”
পার্ক মিন-জে ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। পরবর্তী সময়ে 'কোরিয়া-খিতান ওয়্যার', 'মি.লি', 'স্ন্যাপ অ্যান্ড স্পার্ক', ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।
বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে হবে পার্ক মিন জের শেষকৃত্য। পার্ক মিন-জের ছোট ভাই ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিখেছেন, “আমার প্রিয় বড় আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আশা করি সবাই তাকে শেষ বিদায় জানাতে আসবেন।"
পার্ক মিন জের বিদায়ে কোরিয়ান চলচ্চিত্র ও নাট্যজগতে শোকের ছায়া নেমে এসেছে।