১৯৮৩ সালে 'পুরস্কার’ সিনেমায় 'হারজিৎ চিরদিন থাকবে' গানটি গেয়েছিলেন আবিদা সুলতানা, অভিনয় করেছিলেন আদনান বাবু।
Published : 20 Mar 2025, 12:55 PM
আশির দশকে মুক্তি পাওয়া ‘পুরস্কার’ সিনেমার একটি গান ৪২ বছর পর ফের এক সুতোয় বেঁধেছে এই সিনেমার দুই শিল্পীকে। তারা হলেন আবিদা সুলতানা এবং আদনান বাবু।
কিভাবে সেই গানটি দুই শিল্পীকে এত বছর বাদে এক জায়গায় নিয়ে এসেছে সে গল্প শোনাতে ফিরতে হবে ৪২ বছর আগে।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া শিশু চলচ্চিত্র 'পুরস্কারের’ 'হারজিৎ চিরদিন থাকবে' গানটি গেয়েছিলেন গায়িকা আবিদা সুলতানা। গায়িকার গাওয়া ওই গানে ঠোঁট মিলিয়ে যে চার কিশোর অভিনয় করেছিলেন, তাদেরই একজন হলেন আদনান বাবু; যার ‘রং নাম্বার’ গানটি নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
এবারের ঈদ আয়োজনে বিটিভির বিশেষ অনুষ্ঠান 'ঈদের বিশেষ গীতি আলাপনের’ জন্য ফের নতুন করে গানটি করেছেন আবিদা সুলতানা। এবার আর ঠোঁট মেলাননি আদনান বাবু, তিনি দ্বৈতভাবে 'হারজিৎ চিরদিন থাকবে' গেয়েছেন গায়িকার সঙ্গে।
'পুরস্কার' সিনেমার গল্প চারজন কিশোরকে নিয়ে তৈরি। সিনেমায় স্কুলের মাঠে রতন, বাদশা, বাবুল, বাচ্চু এই চার বন্ধুর পরিবেশনায় 'হারজিৎ চিরদিন থাকবে' গানটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠে সে সময়।
এই বাচ্চু চরিত্রে অভিনয় করেছিলেন সংগীত শিল্পী ও সংগীত পরিচালক আদনান বাবু। এতদিন পর গানটি নতুন দর্শকের সামনে উপস্থাপন করার পরিকল্পনা তারই।
কদিন আগে গায়ক রবি চৌধুরীর স্টুডিওতে আবিদা সুলতানার সঙ্গে গানটির রেকর্ডিং শেষ করেছেন বাবু। এখন বাকি আছে গানের ভিডিওচিত্রের কাজ।
আবিদার সঙ্গে 'হারজিৎ চিরদিন থাকবে' গানটি নতুন করে করার চিন্তা কীভাবে মাথায় আসল প্রশ্নে গ্লিটজকে বাবু বলেন, “৪২ বছর আগের 'পুরস্কার' সিনেমার সেই বাচ্চু যে 'রং নাম্বার' গানের গায়ক এটা কিন্তু কেউ জানে না। একদিন মাথায় আসল আবিদা আপা এবং আমি দুজনেই বেঁচে আছি। তাহলে 'হারজিৎ চিরদিন থাকবে' গানটি নতুন করে কেন গাওয়া হচ্ছে না!
“ এই চিন্তা থেকেই আবিদা আপাকে জানাই। আপাও শুনে বললেন আইডিয়া তো ভালো। আমি তো এই ব্যাপারটা জানতামই না। চলো করে ফেলি।"
গাজী মাজহারুল আনোয়ারের লেখা 'হারজিৎ চিরদিন থাকবে' গানে সুর দিয়েছিলেন প্রয়াত সুরকার সংগীত পরিচালক সত্য সাহা।
গানটি নিয়ে আবিদা সুলতানা গ্লিটজকে বলেন, "রবির বাসায় সুন্দর একটা স্টুডিও আছে, সেখানেই আদনানের সঙ্গে গানটি করা হয়েছে। এই সিনেমায় সে অভিনয় করেছে তার চাওয়াতেই গানটি নতুন করে উপস্থাপন করা।“
এত বছর পর গানটির এই নতুন উপস্থাপন দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছেন তিনি।
গ্লিটজের সঙ্গে কথায় আগামী কাজের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন আবিদা।
"নতুন গান করা হয়নি অনেকদিন, করব হয়ত সামনে। বেশ কিছু গান পরিকল্পনায় রয়েছে, কিছু গান রেকর্ড করা হয়েছে, কিছু গান রেকর্ডিংয়ে যাবে। শিগগিরই হয়ত দর্শক নতুন গানে আমাকে পাবে।"
'পুরস্কার' সিনেমায় অভিনয়ের স্মৃতি হাতড়ে বাবু বলেন, "ঢাকার নওয়াবপুর গভমেন্ট হাই স্কুলে ক্লাস সিক্স বা সেভেনে পড়তাম, এই গানের যে সুরকার সত্য সাহার সঙ্গে আমার পরিচয় হয়। সেই সূত্রেই এই চলচ্চিত্রে অভিনয় করা।"
বাবু জানিয়েছেন, ঈদে দর্শকদের জন্য চমক হিসেবেই গানটি প্রচার করা হবে।
তবে কেবল এই গান নয় ওই অনুষ্ঠানে দ্বৈত কণ্ঠে আরও শোনা যাবে গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকারের সঙ্গে শিল্পী আলম আরা মিনুর গান, মান্নান মোহাম্মদের সঙ্গে কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল, কাজী ফারুক বাবুল ও রিজিয়া পারভীন, শফিক তুহিন ও হৈমন্তী রক্ষিত এবং মনোয়ার হোসেন টুটুল ও রোমানা ইসলামের গান।
'ঈদের বিশেষ গীতি আলাপন’ পরিচালনা করেছেন আদনান বাবু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন
লারা লোটাস।