মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল সানি লিওনির বিয়ের আসর, অতিথি ছিল তাদের তিন সন্তান।
Published : 05 Nov 2024, 09:16 PM
বিয়ের ১৩ বছর পূর্ণ করে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেছেন বলিউডি তারকা সানি লিওনি।
মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল ওই বিয়ের আসর। পাত্র আগের স্বামীই ড্যানিয়েল ওয়েবার।
অতিথি হিসেবে উপস্থিত ছিল তাদের তিন সন্তান নিশা, নোয়া এবং অ্যাশার। অনুষ্ঠানে তারা সবাই সাদা পোশাক পরেছিলেন।
এনডিটিভি লিখেছে এক যুগের বেশি সময়ের সম্পর্ক উদযাপনে বিয়ের দিনের মত ফের প্রতিশ্রুতবদ্ধ হয়েছে লিওনি ও ওয়েবার।
সানি তার ইনস্টাগ্রাম যে সব ছবি পোস্ট করেছেন, সেগুলোর মধ্যে একটিতে পুরো পরিবার এক ফ্রেমে ধরা পড়েছে। আরেকটি ছবিতে আছেন লিওনি ও ওয়েবার।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "প্রথমবার আমরা ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের সামনে বিয়ে করেছিলাম, এইবার আমরা শুধু আমাদের পাঁচজনকে রেখেই বিয়ে করলাম এবং সেটি অনেক বেশি ভালোবাসার।“
স্বামীর উদ্দেশে লিওনি লিখেছেন, "তুমি এখনো আমার জীবনের ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।"
সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা ছবিতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী সানি লিওনি ওয়েবারকে বিয়ে করেন ২০১১ সালে। তিন ছেলেময়ের মধ্যে নিশা তাদের দত্তক সন্তান। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নোয়া এবং অ্যাশারের মা-বাবা হন এই দম্পতি।
কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওনি ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।
সানি লিওনি ভারতীয় বিনোদন জগতে প্রবেশ করেন টেলিভিশন রিয়ালিটি শো বিগ বস সিজন ৫ এর মাধ্যমে। তারপর পরিচালক মহেশ ভাটের ‘জিসম ২’ সিনেমা দিয়ে বলিউডে পা।
লিওনির সিনেমাগুলোর মধ্যে আছে 'হেট স্টোরি ২', 'রাগিনি এমএমএস ২' এবং 'এক পাহেলি লীলা'।
এছাড়া তিনি প্রাইম ভিডিওর 'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর জন্য একটি স্ট্যান্ড-আপ কমেডি পারফর্ম করেছেন। গত বছর, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ সিনেমায় নতুন করে দেখা মিলেছে সানির। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।