ছয় নদীর এলিজি

চারশ বছর আগে যে ঢাকার জন্ম হয়েছিল নদীর তীরে, সেই শহরের চারপাশের নদীগুলোই এখন মরতে বসেছে। ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু, ধলেশ্বরী আর বংশী- এই ছয় নদী এখন বিপর্যস্ত দূষণ আর দখলে।

মোস্তাফিজুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 04:51 AM
Updated : 26 Sept 2021, 06:48 AM