ঢাকায় কাঁচাবাজার থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ

ঢাকা নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 03:46 PM
Updated : 29 Sept 2019, 03:46 PM

ফাইল ছবি

রোববার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের চালানো এই অভিযানে পলিথিনের শপিং ব্যাগ মজুদ, বিক্রি ও বিপণনের দায়ে সাতটি দোকানের মালিককে মোট ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে বনলতা কাঁচাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী বলেন, দেশব্যাপী পলিথিনবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।