বজ্রপাতে রেহাই পেতে বুড়িগঙ্গার তীরে তালগাছ রোপন

নদীর চারপাশসহ খোলা জায়গায় তালগাছ লাগালে বজ্রপাতের সময় তা রক্ষাকবচ হয়ে উঠবে; তালবীজ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই বার্তা দিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন– বাপাসহ কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 04:53 PM
Updated : 27 Sept 2019, 04:53 PM

শুক্রবার শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গার তীরে ‘পরিবেশ রক্ষায় তালবীজ ও বৃক্ষ রোপন’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ঢাকার চার নদীর তীরে, গাজীপুর, টঙ্গী ও সিঙ্গাইরের ‘উপযুক্ত’ স্থানে তালগাছ লাগানো হয়।

এছাড়া নাগরিকদের পক্ষ থেকে নদীর দুইপাড়সহ বিভিন্ন আন্তঃজেলা সড়ক ও রেলপথের কাছেও তালবীজ ও গাছের চারা রোপন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মিহির বিশ্বাস, বাপার যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধো শাহজাহান মৃধা বেনু, বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন উদ্বোধনী আয়োজন উপস্থিত ছিলেন।

এছাড়া নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইবনুল সাঈদ রানা, পবার সম্পাদক মোহাম্মদ সেলিম, পরিবেশ রক্ষা এখনই -এর যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ঢাকা মহানগরের গ্রিন ভয়েসের সমন্বয়ক আব্দুস সাত্তার অনুষ্ঠানে বক্তব্য দেন।