কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

চলতি ২০২৩-২৪ কর বর্ষের কোম্পানি আয়কর রিটার্ন জমার সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 12:24 PM
Updated : 27 Feb 2024, 12:24 PM

ব্যবসায়ীদের আবেদনে কোম্পানি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে।

চলতি ২০২৩-২৪ করবর্ষের কোম্পানি আয়কর রিটার্ন জমার সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

১৫ জানুয়ারি পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই কোম্পানি আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ ছিল। এরপর প্রথম দফায় ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

এর মধ্যে আবার দুই মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

মঙ্গলবার রাজস্ব বোর্ডের করনীতি অনুবিভাগের দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস স্বক্ষরিত এক আদেশে বলা হয়, ‘জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৩-২০২৪ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ এর পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ নির্ধারণ করিল’।

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধার কথা চিন্তা করে কোম্পানি করদাতাদের আয়কর প্রদানের সময় বাড়ানো হয়েছে।”

সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কোম্পানির রিটার্ন দাখিলের সময় দুই মাস অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল।

এর আগে এনবিআর ব্যক্তি পর্যায়ের করদাতাদের সুবিধা দিতে ব্যক্তি রিটার্ন জমার সময় ৩০ নভেম্বর থেকে দুই মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি নির্ধারণ করেছিল।

ওই সময় বাড়ানোর ফলে ইতিবাচক ফলও পেয়েছে এনবিআর। চলতি করবর্ষে ব্যক্তি পর্যায়ের করদাতা মাত্র এক বছরেই প্রায় ৭ লাখ বেড়ে ৩৭ লাখে উন্নীত হওয়ার তথ্য জানিয়েছিল এনবিআর।

চলতি করবর্ষে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২১ শতাংশ বেড়েছে।

তারই ধারাবাহিকতায় চলতি করবর্ষে কোম্পানির আয়কর আদায়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হতে পারে বলে আশাবাদী এনবিআর।