আদেশে গণআন্দোলনে হতাহতদেরকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার কথা বলা হয়নি।
Published : 05 Jan 2025, 04:46 PM
জুলাই গণআন্দোলনে নিহতদের পরিবারগুলো যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে তার মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে না।
বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ৫ (পাঁচ) লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক।
রোববার এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে।
“জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করলো,” বলা হয়েছে আদেশে।
অর্থ বিভাগ থেকে ইস্যু করে এ অর্থ নিহতদের পরিবারকে দেওয়ার কথা রয়েছে, সেটির মাধ্যমে সঞ্চয়পত্র কেনা হলে তারা এ সুবিধা পাবেন বলে পরিষ্কার করেছেন এনবিআরের কর নীতি উইংয়ের তীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান।
আদেশে গণআন্দোলনে হতাহতদেরকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার কথা বলা হয়নি।
এ ফাউন্ডেশনের মাধ্যমে দুই হাজার ২২৯ পরিবারকে এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়াদের মধ্যে নিহত ৬২৮ জনের পরিবার রয়েছে। আর আহত ১ হাজার ৬০১ জনের পরিবার সহায়তা পেয়েছে।