এক বছরের জন্য তাকে চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
Published : 07 Jan 2025, 09:40 PM
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ।
এক বছরের জন্য তাকে চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনের আরা শিখা জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আহসান উল্লাহকে ২০২৫ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৫ জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আহসান উল্লাহ বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুরকে সহায়তা করবেন। নিয়োগ পাওয়ার পর সোমবারই তিনি উপদেষ্টা পদে যোগদান করেছেন।