গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। তখন ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
Published : 20 Jan 2025, 01:39 PM
রেস্তোরাঁ খাতে ভ্যাট কমানোর সিদ্ধান্তের পর এবার মোটর সাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটও কমিয়ে আগের মত ১০ শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
সোমবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এই ঘোষণা দেওয়া হয় বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।
গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। তখন ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
এর আগে রেস্তোরাঁ সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
এ খাতের ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।