এ নির্দেশনার আওতায় কেবলমাত্র শিল্পের কাঁচামাল, খাদ্য ও পচনশীল পণ্য পণ্য খালাস করা যাবে।
Published : 22 Jul 2024, 08:12 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্দরগুলোতে যে অচলাবস্থা দেখা দিয়েছে, তা দূর করতে ব্যবয়ীদের দাবির মুখে আমদানি করা শিল্পের কাঁচামাল, খাদ্য ও পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাসের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
এনবিআরের কাস্টমস নীতি শাখা সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।
“এ নির্দেশনার আওতায় কেবলমাত্র শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও পচনশীল পণ্য পণ্য খালাস করা যাবে,” বলেন তিনি।
এর আগে সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা বন্দর চালুর অনুরোধ জানান। প্রয়োজনে ম্যানুয়ালি মাল খালাসের আহ্বান জানান হয় সেখানে।
এপেক্স গ্রুপের নাসিম মঞ্জুর বলেন, “কারখানাগুলো কালকে থেকে খোলার ব্যবস্থা করে দেন। সমস্যা হলে বন্ধ করে দেব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা দেন। ম্যানুয়াল সিস্টেমে মাল খালাস করার ব্যবস্থা করে দেন।”
তিনি দাবি করেন, ব্যবসায়ীরা ম্যানুয়ালি ২৪ ঘণ্টা মাল খালাসের সক্ষমতা রাখেন।
সভায় এফবিসিআই সভাপতি মাহবুবুল আলমও বন্দর চালু রাখার অনুরোধ করেন।
তিনি বলেন, “ষোল বছরে (আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদ) একদিনও হরতাল-অবরোধে বন্দর বন্ধ হয় নাই, কিন্তু আজকে তারা (একাত্তরের পরাজিত শক্তি) সেই কাজটি করেছে। বন্দরে কোনো কাজ করতে দিচ্ছে না।”
তিনি বলেন, “আমি কালকে (রোববার) বলেছি সব জায়গায় কাজ হচ্ছে। কোথাও কাজ বন্ধ করা যাবে না। বন্দরও বন্ধ করা যাবে না।”
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পরই কবন্দরে পণ্য খালাস নিয়ে এনবিআরের নির্দেশনা আসে।