স্থানীয়রা জানিয়েছে, খেলার ছলে লাফ দিয়েছিল ওই দুই কিশোর।
চট্টগ্রামের মিরসরাইয়ে কভার্ড ভ্যানের চাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মিশু রানী দেবী (১৮) স্থানীয় নিজামপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মিরসরাই উপজেলার পশ্চিম খৈয়াছড়ায়।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মোজ্জাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়েছিলেন মিশু। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামের দিকে আসা একটি কভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর কভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই মোজাম্মেল।