নিয়োগ পরীক্ষায় ‘জালিয়াতি’, মৌখিকের সময় ধরা

আটক ব্যক্তিকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2022, 04:07 PM
Updated : 17 Dec 2022, 04:07 PM

লিখিত পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে একজনের বদলে বসেছিলেন আরেকজন; নিয়োগের সেই পরীক্ষায় পাসের পর সাক্ষাৎকার দিতে এসে ধরা পড়েছেন মূল প্রার্থী।

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক ওই প্রার্থীকে পুলিশে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান।

আটক মো. নিজাম উদ্দিন মিরসরাই পৌরসভার ৯ নম্বর তারাকাটিয়া এলাকার বাসিন্দা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চারটি পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের মৌখিক পরীক্ষা ছিল শনিবার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক নিজাম মৌখিক পরীক্ষা দিতে এলে তার লিখিত পরীক্ষার উত্তরপত্রের ওএমআর শিটের হাতের লেখা মিলিয়ে দেখার সময় তাতে মিল পাওয়া যায়নি। পাশাপাশি লিখিত পরীক্ষার সইয়ের সঙ্গেও মৌখিক পরীক্ষার সই মিল না থাকায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে নিজাম তার হয়ে অন্য একজন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানান।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষে মামলা করে নিজামকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।