অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published : 21 Apr 2024, 09:15 PM
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
রোববার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস চলবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ, স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম যথানিয়মে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চলমান থাকবে।
বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।