চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

পরিবেশ অধিদপ্তরের একটি দল পাহাড় কাটা এবং স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়ার পর এই মামলা হল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 03:41 PM
Updated : 10 August 2022, 03:41 PM

চট্টগ্রাম মহানগরীর উত্তর পাহাড়তলী এলাকায় পাহাড় কাটার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার চট্টগ্রামের আকবর শাহ থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম (৫৩) এবং তার স্ত্রী তাছলিমা বেগম (৩৯) ছাড়াও তাদের কেয়ারটেকার মোহাম্মদ হৃদয়কে (২৬) মামলায় আসামি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, “উত্তর পাহাড়তলীর লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন স্থানে অনুমোদন ছাড়া পাহাড় কাটা এবং স্থাপনা নির্মাণের অপরাধে এ মামলা করা হয়েছে।”

গত সোমবার অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন ছড়ার কাছে টিলার জমির তিন শতাংশ অংশে ঝোপঝাড় ও গাছ কাটা এবং পাহাড় কেটে টিনশেড স্থাপনা নির্মাণের প্রমাণ পান। ওই ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে শুনানিতে ডাকা হয় আসামিদের।

শুনানিতে উপস্থিত কেয়ারটেকার হৃদয় জানান, জায়গাটির মালিক কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তাছলিমা বেগম।

এ বিষয়ে সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঙ্গে যেগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।